বিনোদন ডেস্ক: আবারও একসঙ্গে জুটি বেধে ধরা দিতে যাচ্ছে ইয়াশ-মিম। শেষবার ‘পরাণ’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল এ তারকা জুটিকে। তবে এবার নতুন কোনো সিনেমার শুটিং নয় বরং ফ্যাশন হাউজ ম্যাকয়্-এর ফটোশুটে অংশ নেন ইয়াশ-মিম।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর ফোর স্টার রেস্তরাঁ গোল্ডেন টিউলিপে দেখা গিয়েছে এই জুটিকে। সেখানেই শুটিংয়ে অংশ নেন তারা।
পূজাকে সামনে রেখে গৌতম সাহার কোরিওগ্রাফীতে এই ফটোশুট করেন সৈয়দ মেহরাব হোসাইন।
ম্যাকয়্ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ-উল-আলম সাজু এ প্রসঙ্গে বলেন, পূজাকে সামনে রেখে বেশকিছু নতুন কালেকশন আসছে। সেসব ড্রেসের ফটোশুট শেষ করলাম। আশা করছি পোশাকগুলো সবার পছন্দ হবে।
মিম বলেন, চেষ্টা করি বেছে বেছে কাজ করতে। বেশ কিছুদিন পরে ফটোশুটে অংশ নিলাম। এই কাজটি আমার কাছে বেশ ভালো লাগছে।
এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার পূজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছি। এরই মধ্যে কয়েকটি পূজার ফটোশুট করেছি।এর আগে ম্যাকয়্ এর ফটোশুটে অপু বিশ্বাস, দীঘিকে নিয়েছি। এবার মিমকে নিয়ে ফটোশুট করালাম। কাজটি দারুণ হয়েছে।
বিজনেস আওয়ার/ ০৮ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ