বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নতুন কমিটিতে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপূর্ণাঙ্গ কমিটির সহসাধারণ সম্পাদক করা হয়েছে ৬২ জনকে, সহসাংগঠনিক সম্পাদক ৩৮ জন, সম্পাদকমণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।
সহ-সভাপতি
রাশেদ ইকবাল খান, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ মো. ইকবাল হোসেন, শেখ আল ফয়সাল, কামরুজ্জামান আসাদ, মুতাছিম বিল্লাহ, ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, নিজাম উদ্দীন রিপন, মাহাবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, আকতার হোসেন, নাসির উদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম আনিক, করিম প্রধান রনি, ইসামন্তাজ ইজাজ শাহ্, মারুফ এলাহি রনি, সুলতানা জেসমিন জুঁই, সাইফুল ইসলাম সিয়াম, সাজ্জাতুল হানফি সাজ্জাদ, কাজী মোহাম্মদ ইলিয়াছ।
সহ যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব।
যুগ্ম-সাধারণ সম্পাদক
জহরিুল ইসলাম (জহির রায়হান আহমেদ), ইউনুচ আলী রাহুল, শাহ আলম, ইব্রাহিম খলিল ফিরোজ, মাহতাব উদ্দীন জিমি, সালাউদ্দীন, তৌহিদুর রহমান আউয়াল, আনোয়ার পারভেজ, আকন মামুন, আরিফুর রহমান, অহিদুল ইসলাম অপু, বায়েজিদ প্রধান, আব্দুর সাত্তার পিয়াস, খায়রুল আলম সুজন, মারজুক আহমেদ (আল আমিন), মাকসুদুর রহমান সুমিত, রেজাউল করিম তাহসান, শফিকুল ইসলাম বাবু, রাকিবুল হাসান রকি, জাহিদুল ইসলাম, জুয়েল মৃধা, মিলন হাওলাদার, এইচ এম আবু জাফর, সোহেল রানা, আবু সুফিয়ান, মশিউর রহমান মামুন, সাফি ইসলাম, শফিকুল ইসলাম, সাকির আহমেদ, শাহজাহান শাওন, ওয়ালিউর রহমান জনি, লিটন এ আর খান, আরিফ হোসেন, সজীব মজুমদার, আশিকুর রহমান, রিয়াদ-উর-রহমান, হাসান আল আরিফ, শিপন বিশ্বাস, মঞ্জুরুল ইসলাম রিয়াদ, হাফিজুর রহমান সোহান, নাদির শাহ পাটওয়ারী, শ্রী মিঠুন কুমার দাস, মুহাম্মদ ওয়াসিফ সরওয়ার, সালেহ মো. আদনান, আমান উল্লাহ আমান, মোহাম্মদ আবুল বাশার, মোস্তাফিজুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত হোসের সুহান, এস এম মাহমুদুল হাসান রনি, জসিম উদ্দীন, আবুল খায়ের ফরাজী, শরিফুল ইসলাম রাকিব, জহির হাসান (মোহন), মামুন হোসেন, মাহমুদুল হাসান মারজান, আশিক আহমেদ, হাসিবুল ইসলাম সজীব, মাসুদ হোসাইন (মাসুদ রানা), মামুন খান, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, নাজমুল হুদা, আমিনুর রহমান শান্ত, তৌহিদুল ইসলাম এরশাদ, শাহ মোয়াজ্জেম হোসেন রফিকুল হাসান পলাশ অয়ন, জকির উদ্দিন আবির, কাজী জিয়া উদ্দনি বাসেত, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম সৈকত, সাইফুল হক তাজ, সালাউদ্দিন খালিদ হিমেল ভূইয়া, খোরশেদ আলম লোকমান, সালাউদ্দিন হিমেল, মাসুদ রানা রিয়াজ, সোহরাব হোসেন সুজন, রুপক মিয়া, ত্বন্বী মল্লিক, শ্যামলী আক্তার এবং রেহেনা আক্তার শিরিন।
বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ