বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় এ জানাজা। এর আগে একই দিন বাংলাদেশ সেনাবাহিনীর লাশবাহী একটি ভ্যানে করে বেলা ১১টার দিকে তার মরদেহ নগরকান্দায় আনা হয়।
জানা গেছে, জানাজা পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী। জানাজায় কেন্দ্রীয় নেতা মির্জা আজম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। তবে জানাজা শেষে তার মরদেহ আবার ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।
বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এসএস