ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে রবিবার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী।

সোমবার (১২ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৩৪৫ জনের মধ্যে ২২৮ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৮৫৩ জনই ঢাকার। ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৪২৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫১৭ জন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু হয়। যা চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে রবিবার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী।

সোমবার (১২ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৩৪৫ জনের মধ্যে ২২৮ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৮৫৩ জনই ঢাকার। ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৪২৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫১৭ জন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু হয়। যা চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: