ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমি বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি

  • পোস্ট হয়েছে : ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • 72

বিনোদন ডেস্ক: রাখি সাওয়ান্ত মানেই বিস্ফোরক মন্তব্য। সেই প্রমাণ আগেও মিলেছে বহুবার। এ বার বিয়ের দু’মাসের মাথায় আলিয়ার মা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মজা করলেন তিনি।

প্রেমিক অদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। কখনও রাগ, কখনও আবার প্রেম, সবটাই খুল্লমখুল্লা। আর এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে বসলেন রাখি। তিনি বলেন, “এই যেমন আলিয়া বিয়ের দু’দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার স্ফীতদোর যেন তখনই সবার নজরে আসে।”

সবসময়ই নিজের মতামত স্পষ্ট বলতে পছন্দ করেন রাখি। এই যেমন আলিয়ার অন্ত্বঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর অনেকের মনে নানা প্রশ্ন জন্ম নিলেও তা প্রকাশ্যে আসেনি। সেই প্রশ্ন মজার ছলে করেই বসলেন রাখি।

এই মুহূর্তে প্রেমিককে নিয়ে নিজের ‘হ্যাপি স্পেস’-এ আছেন রাখি। অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টম্বর,২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

আমি বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি

পোস্ট হয়েছে : ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: রাখি সাওয়ান্ত মানেই বিস্ফোরক মন্তব্য। সেই প্রমাণ আগেও মিলেছে বহুবার। এ বার বিয়ের দু’মাসের মাথায় আলিয়ার মা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মজা করলেন তিনি।

প্রেমিক অদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। কখনও রাগ, কখনও আবার প্রেম, সবটাই খুল্লমখুল্লা। আর এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে বসলেন রাখি। তিনি বলেন, “এই যেমন আলিয়া বিয়ের দু’দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার স্ফীতদোর যেন তখনই সবার নজরে আসে।”

সবসময়ই নিজের মতামত স্পষ্ট বলতে পছন্দ করেন রাখি। এই যেমন আলিয়ার অন্ত্বঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর অনেকের মনে নানা প্রশ্ন জন্ম নিলেও তা প্রকাশ্যে আসেনি। সেই প্রশ্ন মজার ছলে করেই বসলেন রাখি।

এই মুহূর্তে প্রেমিককে নিয়ে নিজের ‘হ্যাপি স্পেস’-এ আছেন রাখি। অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টম্বর,২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: