বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব বিভাগীয় শহরে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও স্পেশালাইজড হাসপাতাল করা হবে। সেসব হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে সেবা ও শিক্ষার মান বাড়াতে কর্তৃপক্ষকে নজর দিতে হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের প্রথম সরকারি সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার ১৮ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স নিয়োগ দিয়েছে। দেশে বর্তমানে ৪৭ হাজার নার্স মানুষের সেবা দিচ্ছে। ডিপ্লোমা নার্সদের মর্যাদাও বাড়ানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে নারী এবং শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। সব সুযোগ-সুবিধার পরও উপজেলা-জেলা পর্যায়ে সরকারি চিকিৎসকরা থাকতে চান না, এটা ঠিক নয়। বর্তমানে সবকিছু আধুনিকায়ন করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। এসব কিছুকে চিকিৎসকরা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং নিজ নিজ কর্মস্থলে থাকবেন বলে আশা করছি।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে প্রায় ১২ বিঘা জমির ওপর গড়ে উঠেছে মাল্টি-ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার স্পেশালাইজড হাসপাতাল। এরমধ্যে হাসপাতালটির শতভাগ অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। ফাইভস্টার মানের বিশেষায়িত এ হাসপাতালে থাকবে আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ নানান সুবিধা। আর খরচও থাকবে সাধারণের নাগালে।
১৩ তলাবিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে থাকবে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ। জরুরি বিভাগে থাকবে ১০০ শয্যা, ভিভিআইপি কেবিন ছয়টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিল্যাক্স শয্যা থাকবে ২৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে থাকবে আটটি করে শয্যা। হাসপাতালটিতে থাকবে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা।
হাসপাতালটিতে রয়েছে অটিজম সেন্টার, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টার, হেপাটোবিলিয়ারি ও গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার সেন্টার এবং কিডনি সেন্টার। এছাড়া, রেসপিরেটরি মেডিসিন সেন্টার, জেনারেল সার্জারি সেন্টার, অপথালমোলজি, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি সেন্টার এবং ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে।
এখানে বিশ্বমানের চিকিৎসা বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, রোবোটিক অপারেশন, জিন থেরাপির ব্যবস্থাও রয়েছে। হাসপাতালে সুন্দর পরিবেশের জন্য রয়েছে সানকেন গার্ডেন, রুফটপ গার্ডেন ও বিভিন্ন পরিবেশবান্ধব সুযোগ-সুবিধা। পাশাপাশি উন্নতমানের আধুনিক ব্যবস্থাপনার বহির্বিভাগ, ইনফো ডেস্ক এবং ডিজিটাল ইনফরমেশন সেন্টার।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২২/কমা