বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘বর্তমান কমিশনের বৈধতা নেই, তাই তাদের দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ মানে না বিএনপি’ বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম।
নির্বাচন কমিশন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই ইসি যদি নিরপেক্ষ নির্বাচনের জন্য পদত্যাগ করতো তাহলে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকতো। কিন্তু তা না করে নির্বাচন কমিশন আওয়ামী লীগের গোলামি করছে! আর অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনও অবৈধ। উনি বললেই নির্বাচন হবে- এমন ভাবার কোন কারণ নেই।
মির্জা আব্বাস আরও বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করছে। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।’
সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ সংগঠনের নেতারা।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ