আন্তর্জাতিক ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার আঘাত ততোটা গুরুতর নয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলেনস্কির মুখপাত্র জানিয়েছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে একজন চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল বলে জানান সের্হি নাইকিফোরভ।
গত রাতে দুর্ঘটনার পরপরই পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অঞ্চল এরই মধ্যে মুক্ত করেছেন তারা।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর,২০২২/এএইচএ