ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সুন্দরবন’ দিয়ে ফিরছে হাতে আঁকা পোস্টার

  • পোস্ট হয়েছে : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 103

বিনোদন ডেস্ক: কালের বিবর্তনে হারিয়ে গেছে হাতে আঁকা সিনেমার পোস্টার ও ব্যানার। তবে আবারও সেই হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে চলেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিম।

এরমধ্যে বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটির হাতে আঁকা পোস্টার ও ব্যানার। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক দীপঙ্কর দীপন।

তিনি বলেন, রঙ তুলির ছোঁয়ায় হাতে আঁকা পোস্টার নানান ঐতিহ্য বহন করে। কালের বিবর্তনে অনেক কিছুর পাশাপাশি এই ঐহিত্যও হারিয়ে যেতে বসেছে। পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা সেসব শিল্পীদের স্মরণ করতে চাই। আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের মাধ্যমে তৈরি করা হয় সেটাই হবে এই উদ্যোগের বড় প্রাপ্তি।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। এ প্রসঙ্গে র‍্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগে এই পেশাটি অনেক লুকরেটিভ ছিল। এসব শিল্পীদের পিছনে মানুষ ঘুরে বেড়াতো। নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমা প্রচারণা হতো। কিন্তু ২০১০ সালের পর থেকে এভাবে হাতে আঁকা পোস্টার আর দেখা যায়নি।

তিনি আরও যোগ করেন, এই ঐতিহ্যকে আবার সামনে আনার চেষ্টা করছে র‍্যাব। সুভিনিয়র হিসেবে হাতে আঁকা পোস্টার তৈরি করছে। যেখানে ৩টি পোস্টার ও ১টি ব্যানার তৈরি করছি। চলচ্চিত্রের সোনালী যুগে যারা হাতে তৈরি পোস্টার তৈরি করতেন তাদের আমন্ত্রণ জানিয়ে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য পোস্টার তৈরি করা হচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যটিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।

উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শণা বণিক, সামিনা বাশার, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামানিক প্রমুখ।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

‘অপারেশন সুন্দরবন’ দিয়ে ফিরছে হাতে আঁকা পোস্টার

পোস্ট হয়েছে : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: কালের বিবর্তনে হারিয়ে গেছে হাতে আঁকা সিনেমার পোস্টার ও ব্যানার। তবে আবারও সেই হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে চলেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিম।

এরমধ্যে বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটির হাতে আঁকা পোস্টার ও ব্যানার। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক দীপঙ্কর দীপন।

তিনি বলেন, রঙ তুলির ছোঁয়ায় হাতে আঁকা পোস্টার নানান ঐতিহ্য বহন করে। কালের বিবর্তনে অনেক কিছুর পাশাপাশি এই ঐহিত্যও হারিয়ে যেতে বসেছে। পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা সেসব শিল্পীদের স্মরণ করতে চাই। আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের মাধ্যমে তৈরি করা হয় সেটাই হবে এই উদ্যোগের বড় প্রাপ্তি।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। এ প্রসঙ্গে র‍্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগে এই পেশাটি অনেক লুকরেটিভ ছিল। এসব শিল্পীদের পিছনে মানুষ ঘুরে বেড়াতো। নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমা প্রচারণা হতো। কিন্তু ২০১০ সালের পর থেকে এভাবে হাতে আঁকা পোস্টার আর দেখা যায়নি।

তিনি আরও যোগ করেন, এই ঐতিহ্যকে আবার সামনে আনার চেষ্টা করছে র‍্যাব। সুভিনিয়র হিসেবে হাতে আঁকা পোস্টার তৈরি করছে। যেখানে ৩টি পোস্টার ও ১টি ব্যানার তৈরি করছি। চলচ্চিত্রের সোনালী যুগে যারা হাতে তৈরি পোস্টার তৈরি করতেন তাদের আমন্ত্রণ জানিয়ে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য পোস্টার তৈরি করা হচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যটিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।

উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শণা বণিক, সামিনা বাশার, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামানিক প্রমুখ।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: