ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে লক্ষ্ণৌতে ৯ জন নিহত

  • পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 56

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টির জেরে ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে দেওয়াল ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

এদিকে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বাইরে কাজে যাওয়া লোকদের পুরানো জরাজীর্ণ ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। হাসপাতাল সমূহকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দেওয়াল ধসে নিহতদের পরিবার প্রতি চার লাখ এবং আহতদের জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার পীযূষ মোর্দিয়া বলেন, ‘লক্ষ্ণৌর দিলখুশা এলাকার আর্মি এনক্লেভের বাইরে থাকা একটি কুঁড়েঘরে কয়েকজন শ্রমিক থাকতেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আর্মি এনক্লেভের দেওয়াল ভেঙে কুঁড়ে ঘরের ওপর পড়ে। খবর পেয়ে রাত ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। ৯ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে লক্ষ্ণৌতে ৯ জন নিহত

পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টির জেরে ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে দেওয়াল ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

এদিকে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বাইরে কাজে যাওয়া লোকদের পুরানো জরাজীর্ণ ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। হাসপাতাল সমূহকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দেওয়াল ধসে নিহতদের পরিবার প্রতি চার লাখ এবং আহতদের জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার পীযূষ মোর্দিয়া বলেন, ‘লক্ষ্ণৌর দিলখুশা এলাকার আর্মি এনক্লেভের বাইরে থাকা একটি কুঁড়েঘরে কয়েকজন শ্রমিক থাকতেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আর্মি এনক্লেভের দেওয়াল ভেঙে কুঁড়ে ঘরের ওপর পড়ে। খবর পেয়ে রাত ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। ৯ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: