বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় সাজ্জাত সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় বাসের ৭ যাত্রী আহত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তালা-পাইকগাছার শাহপুর বাজার সংলগ্ন সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহত সাজ্জাত সরকার (৪৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন এ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাজ্জাদ সরদার নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সে তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে আর আহত ৭ যাত্রীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এঘটনা ঘটে।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ