আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আবারও গণকবরের সন্ধান মিলল। ইজিয়ামের একটি পাইন বন থেকে উদ্ধার হয়েছে ৪৪০ জনের মরদেহ। শহরটি এপ্রিলে দখল করে নিয়েছিল রাশিয়া। সেটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল তারা। খবর সিএনএন-এর।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকের। ওই জায়গা থেকে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এই শহরটি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ। শহরটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে ইউক্রেনের সেনারা।
বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।
তার ভাষ্য, বিশ্বের সামনে এসব তথ্যগুলো তুলে ধরতে চাই। সবাই দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।
সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের দাবি, ক্রেমলিনের সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন।
বিজনেস আওয়ার/১৭ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ