বিজনেস আওয়ার প্রতিবেদক : ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী বাস চলাচল ও শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ছাত্রলীগের শাখা কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অবরোধ শুরু করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের কর্মকর্তা এস এম মোয়াজ্জেম হোসেন জানান, অবরোধের কারণে শিক্ষক-কর্মকর্তাদের বাস চলাচল করতে পারছে না। ফলে কোনো শিক্ষক ক্যাম্পাসে আসতে পারেননি।
পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা দেলোয়ার হোসেন জানান, কমিটি পুনর্গঠন করে বঞ্চিতদের মূল্যায়ন করার দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
এদিকে ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/কমা