স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে প্রথমবারের মতো নাপোলিকে আমন্ত্রণ জানিয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে অতিথিদের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় করে দিল কাতালান জায়ান্টরা। বার্সার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হওয়ার রাতে মাঠে দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি।
শনিবার রাতে ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলিকে প্রথম ধাক্কা দেন ল্যাঙ্গলেট। খেলার ১০ম মিনিটে ইভান রাকিতিচের কর্নার কিক থেকে প্রতিপক্ষের বক্সের ভেতরে অরক্ষিত থাকা বার্সা ডিফেন্ডার এর দারুণ ফায়দা লুটে নেন।
২৩তম মিনিটে সুয়ারেসের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সে পেয়ে যান মেসি। বাঁকানো শটে বলের ঠিকানা হয় জালে।
৩৪ মিনিটের মাথায় বার্সার ব্যবধান বাড়ানো গোল এনে দেন সুয়ারেস। প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে নাপোলির ব্যবধান কমানো গোলটি আসে পেনাল্টি থেকে।
দ্বিতীয়ার্ধে রীতিমত আগ্রাসী রূপ ধারণ করে নাপোলি। গাত্তুসোর শিষ্যরা বার্সার রক্ষণকে রীতিমত চেপে ধরে। বেশ কয়েকবার গোল করার বেশ চলে গিয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু খাদের কিনারা আর খুঁজে পায়নি। ফলে দুই লেগে মিলিয়ে ৪-২ গোলে হেরে বিদায় নিল নাপোলি।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২০/এ