ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীকে স্কুলছাত্রের খোল চিঠি

  • পোস্ট হয়েছে : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোল চিঠি লিখেছে রাজশাহীর দুর্গাপুরের প্রথম শ্রেণির ছাত্র জুনাইদ সিদ্দিক।

সম্প্রতি তার লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জুনাইদ সিদ্দিক দুর্গাপুর উপজেলার তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, জুনাইদের ইচ্ছে ছিল করোনাকালে উপবৃত্তির জন্য সরকার যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি স্কুল ব্যাগ ও ছাতা কিনবে। কিন্তু সে আশা তার আর পূরণ হয়নি। কেননা, জুনাইদের উপবৃত্তির টাকা অন্য কেউ তুলে নেয়। রিকশাচালক বাবার সন্তান জুনাইদকে এখন প্রতিদিনই ছেঁড়া স্কুল ব্যাগ ও ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাই মন খারাপ করে প্রধানমন্ত্রীকে সে চিঠি লিখেছে।

কচি হাতের লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়ে জুনাইদ লিখেছে, ‘আমার উপবৃত্তির টাকা আমি এখনও পাইনি। বাবা বলেছিল উপবৃত্তির টাকা পেলে স্কুল ব্যাগ আর ছাতা কিনে দেবে। কিন্তু আর তা হলো না। স্যারদের মাধ্যমে জানতে পারলাম, কেউ আমার টাকা তুলে নিয়েছে। প্রতিদিন আমাকে ছেঁড়া স্কুল ব্যাগ আর ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাতে আমার কোনো দুঃখ নেই। এরপর যেন এমনটি না হয়–এটাই দাবি।’

এবিষয়ে তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফির উদ্দিন বলেন, ‘জুনাইদের বাড়ি দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর এলাকায়। তার সঙ্গে আমার কথা হয়েছে। সে টাকা না পেয়ে এমনটি করেছে। কেউ তাদের টাকা তুলে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে নতুন পোশাকের জন্য এক হাজার টাকা ও ছয় মাসের উপবৃত্তি ৯শ টাকা দেয়া হয়। কিন্তু তাদের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে কেউ টাকা তুলে নিয়ে গেছে। প্রতিটি স্কুলেই এমনটা ঘটেছে। এটি নিয়ে আমাদের কিছুই করার নেই।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমার ও জেলা প্রশাসকের নজরে এসেছে। আমরা এ বিষয়ে জুনাইদকে ডাকব এবং তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীকে স্কুলছাত্রের খোল চিঠি

পোস্ট হয়েছে : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোল চিঠি লিখেছে রাজশাহীর দুর্গাপুরের প্রথম শ্রেণির ছাত্র জুনাইদ সিদ্দিক।

সম্প্রতি তার লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জুনাইদ সিদ্দিক দুর্গাপুর উপজেলার তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, জুনাইদের ইচ্ছে ছিল করোনাকালে উপবৃত্তির জন্য সরকার যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি স্কুল ব্যাগ ও ছাতা কিনবে। কিন্তু সে আশা তার আর পূরণ হয়নি। কেননা, জুনাইদের উপবৃত্তির টাকা অন্য কেউ তুলে নেয়। রিকশাচালক বাবার সন্তান জুনাইদকে এখন প্রতিদিনই ছেঁড়া স্কুল ব্যাগ ও ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাই মন খারাপ করে প্রধানমন্ত্রীকে সে চিঠি লিখেছে।

কচি হাতের লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়ে জুনাইদ লিখেছে, ‘আমার উপবৃত্তির টাকা আমি এখনও পাইনি। বাবা বলেছিল উপবৃত্তির টাকা পেলে স্কুল ব্যাগ আর ছাতা কিনে দেবে। কিন্তু আর তা হলো না। স্যারদের মাধ্যমে জানতে পারলাম, কেউ আমার টাকা তুলে নিয়েছে। প্রতিদিন আমাকে ছেঁড়া স্কুল ব্যাগ আর ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাতে আমার কোনো দুঃখ নেই। এরপর যেন এমনটি না হয়–এটাই দাবি।’

এবিষয়ে তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফির উদ্দিন বলেন, ‘জুনাইদের বাড়ি দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর এলাকায়। তার সঙ্গে আমার কথা হয়েছে। সে টাকা না পেয়ে এমনটি করেছে। কেউ তাদের টাকা তুলে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে নতুন পোশাকের জন্য এক হাজার টাকা ও ছয় মাসের উপবৃত্তি ৯শ টাকা দেয়া হয়। কিন্তু তাদের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে কেউ টাকা তুলে নিয়ে গেছে। প্রতিটি স্কুলেই এমনটা ঘটেছে। এটি নিয়ে আমাদের কিছুই করার নেই।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমার ও জেলা প্রশাসকের নজরে এসেছে। আমরা এ বিষয়ে জুনাইদকে ডাকব এবং তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: