আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নিজেদের রিসোর্টে মদ্যপ অবস্থায় সেখানে কর্মরত এক তরুণীকে খুনের অভিযোগে বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর: এনডিটিভি
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় বিজেপি নেতা বিনোদ আর্য ও তার ভাই অঙ্কিত আর্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিনোদ আর্য মন্ত্রী পদমর্যাদায় উত্তরাখণ্ড রাজ্যের মাটি কালা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অঙ্কিত আর্য রাজ্য ওবিসি কমিশনের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। অভিযুক্ত দুজনকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এনডিটিভি বলছে, উত্তরাখণ্ডের একটি রিসোর্টে রিসেপশনিস্টের কাজ করতেন ১৯ বছর বয়সী অঙ্কিতা। গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। শনিবার সকালের দিকে একটি খাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে রাজ্য পুলিশ।
এই ঘটনার পর রাজ্যজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। উত্তরাখণ্ড প্রশাসন রিসোর্টের কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় তারা বিজেপির এমএলএ রেনু বিশতের গাড়িও ভাঙচুর করেছে।
পুলিশের কাছে ১৮ সেপ্টেম্বর মেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেন পরিবার, তদন্তে নেমে পুলিশ রিসোর্টের মালিক পুলকিত আর্য তার দুই সহযোগী রিসোর্টটির ব্যবস্থাপক সৌরভ ভাস্কর এবং সহকারী অঙ্কিত গুপ্তর গ্রেফতার করে। কঠোর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ