ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় নুরু’র আঘাত

  • পোস্ট হয়েছে : ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 112

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ঘূর্ণিঝড় নুরু আঘাত হেনেছে। রবিবার রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে এটি আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।

ঘূর্ণিঝড়র নুরু যে পথ দিয়ে অতিক্রম করতে পারে সেসব এলাকা থেকে প্রায় আট হাজার ৪০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, ফ্লাইট বাতিল করা হয়েছে, ফেরি বন্ধ করা হয়েছে । প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে।

লুজোন দ্বীপটিতে ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেকের বাস। এছাড়া দেশের অর্থনীতির দুই তৃতীয়াংশের বেশি এই অঞ্চলের ওপর নির্ভরশীল।

নুরুর আঘাত হানার অবস্থান সংলগ্ন উপকূলীয় শহর নাকারের মেয়র এলিসিও রুজল ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, ‘বাতাস এখন শান্ত কিন্তু বিদ্যুৎ সরবরাহ না থাকায় আমরা অন্ধকারে রয়েছি।’

ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। ২০১৩ সালে টাইফুন হাইয়ানের আঘাতে ছয় হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

থুতু নিক্ষেপের ঘটনায় ৬ ম্যাচ নিষিদ্ধ হলেন সুয়ারেজ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় নুরু’র আঘাত

পোস্ট হয়েছে : ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ঘূর্ণিঝড় নুরু আঘাত হেনেছে। রবিবার রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে এটি আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।

ঘূর্ণিঝড়র নুরু যে পথ দিয়ে অতিক্রম করতে পারে সেসব এলাকা থেকে প্রায় আট হাজার ৪০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, ফ্লাইট বাতিল করা হয়েছে, ফেরি বন্ধ করা হয়েছে । প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে।

লুজোন দ্বীপটিতে ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেকের বাস। এছাড়া দেশের অর্থনীতির দুই তৃতীয়াংশের বেশি এই অঞ্চলের ওপর নির্ভরশীল।

নুরুর আঘাত হানার অবস্থান সংলগ্ন উপকূলীয় শহর নাকারের মেয়র এলিসিও রুজল ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, ‘বাতাস এখন শান্ত কিন্তু বিদ্যুৎ সরবরাহ না থাকায় আমরা অন্ধকারে রয়েছি।’

ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। ২০১৩ সালে টাইফুন হাইয়ানের আঘাতে ছয় হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: