আন্তর্জাতিক ডেস্ক: নতুন অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে প্রত্যাশার থেকে আয় অনেক কম হওয়ায় এবার ব্যয় কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে গুগল। আর এ কারণে কর্মীদের ভ্রমণ ও বিনোদনের খরচ অনেকটা কমিয়ে দেওয়া হয়।
তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি গুগলের কর্মীরা। গুগলের সাম্প্রতিক একটি বৈঠকে তারা এ বিষয়ে সদুত্তর চান সিইও সুন্দর পিচাইয়ের কাছে।
এ সময় টাকার চিন্তা ছেড়ে কাজে আনন্দ খোঁজার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমার মনে আছে গুগল একসময় ছোট ও অবিন্যস্ত ছিল। আমাদের সবসময় টাকাকে আনন্দের সমান গণ্য করা উচিত না।
তিনি আরও বলেন, গত এক দশকে যে কঠিনতম অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে চলেছি, তার কারণেই আরেকটু বেশি দায়িত্বশীল হতে হচ্ছে। আমি মনে করি, কোম্পানি হিসেবে এই সময় আমাদের একসঙ্গে কাজ করে এই মুহূর্তগুলো পার করতে হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে গুগলে যোগ দেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুর থেকে মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তিনি। এরপর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পান। তথ্যসূত্র: ডেইলি মেইল
বিজনেস আওয়ার/ ২৭ সেপ্টম্বর,২০২২/এসএস