আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়।
সু চির সঙ্গে তার সাবেক এক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শন টার্নেলকে এ সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
দুজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। এই আইনের সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড। তবে সু চি ও তার উপদেষ্টাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য উভয় ব্যক্তিই নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।
বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২২/কমা