আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। শুক্রবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে।
জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠী অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণটি ঘটেছে। এ গোষ্ঠীর লোকেরা অতীতেও জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, সরকারি তথ্যানুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
তিনি বলেন, প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।
এদিকে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে। সূত্র: আলজাজিরা।
বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/কমা