বিনোদন ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এসেছে সুপারস্টার শাকিব খানের ছোট ছেলের পরিচয়। এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি। অপু বিশ্বাসের সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার পর তা নাকি গোপন রাখতে বলেছিলেন শাকিব– জানিয়েছিলেন অপু। এবারও নায়িকা বুবলীর সন্তানের বাবা হওয়ার পরেও আড়াই বছর ধরে অন্তরালেই রেখেছিলেন এই খবর।
হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বুবলী। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলী জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। আড়াই বছর আগেই তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।
বুবলীর পোস্টের কিছুক্ষণ পরেই একই বার্তা দিয়ে সন্তানকে স্বীকৃতি দেন শাকিব খান।
শাকিব-বুবলী ইস্যুতে সরগরম এখন মিডিয়াপাড়াও, তাই শাকিব-বুবলী ইস্যু নিয়ে তার অভিমত জানতে চাওয়া হয় আলোচিত অভিনেতা অনন্ত জলিলের কাছ থেকে।
নায়ক অনন্ত জলিল বলেন, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়।
তবে এতে জল্পনা, নাটকের অবসান ঘটলেও আলোচনা থামেনি। কবে, কোথায় শাকিবের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন বুবলী, কেন এত দিন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন? এ বিষয়ে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কী? এসব জানতে কৌতূহলী হয়ে পড়েন সিনেপ্রেমীরা।
সেই কৌতূহলবশত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে প্রশ্ন করা হয় শাকিব-বুবলীর ঘটনা প্রসঙ্গে।
শাকিব খান ঠিক কাজটি করলেন কিনা জানতে চাওয়া হয় তার কাছে।
জবাবে এ চিত্রতারকা জানালেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। ’
ব্যাঙ্কারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হাজির হয়ে এ কথা বলেন ‘দিন: দ্য ডে’খ্যাত তারকা।
অনন্ত জলিল বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার। আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না। নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’
মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যেকোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না। যা খারাপ, তা খারাপই।
তারপর সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত জলিল। তিনি বললেন, ‘তাদের প্রতি শুভকামনা রইল। সবার মঙ্গল কামনা করছি।’
বিজনেস আওয়ার/ ০১ অক্টোবর,২০২২/এএইচএ