বিনোদন ডেস্ক: শাকিব খান ও পূজা চেরিকে নিয়ে নানান গুঞ্জনের মধ্যেই একটি বড় প্রাপ্তি হাতে পেলেন আলোচিত এ চিত্রনায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘যুক্তরাষ্ট্রের ভিসা’ পাওয়ার খবরটির জানান দেন তিনি।
অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন ধরা দিল তার। দীর্ঘদিন ধরে দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন এ নায়িকা।
রোববার (২ অক্টোবার) আমেরিকার যাওয়ার ভিসা হাতে পান তিনি। ফেসুবকে ভিসার ছবিও পোস্ট করেছেন পূজা।
আমেরিকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন শাকিব-পূজা। আগামী ১৬ অক্টোবর, রোববার কুইন্সের আমাজুরা কনসার্ট হলে এটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
‘গলুই’ সিনেমাতে সর্বপ্রথম একসঙ্গে জুটি বাঁধেন শাকিব-পূজা। যুক্তরাষ্ট্রে পূজা চেরি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করবেন। শাকিব খানের ‘মায়া’ সিনেমার নায়িকা পূজা। সবকিছু ঠিক থাকলে আমেরিকায় খুব শিগগিরই এই সিনেমার শুটিং শুরু করবেন তারা।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ