বিজনেস আওয়ার প্রতিবেদক : গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে সকালে মোংলাগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেলেও বাকী তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসীর উদ্দীন এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগেরহাটের মোংলায় যাচ্ছিল। এসময় বাসটি চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা দেয়। এতে গাছটি ভেঙে গিয়ে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/কমা