বিজনেস আওয়ার ডেস্ক : বিদায়ী সপ্তাহে (০২ থেকে ০৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৬.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮৪.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৫৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬৯.৬০ টাকা বা ২৯.০৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ২০.৬২ শতাংশ, মনোস্পুল পেপারের ১৬.১৭ শতাংশ, বিডিকমের ১৬.১৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৯৯ শতাংশ, এপেক্স ফুডসের ১৪.৫৩ শতাংশ, লুব-রেফের ১২.৫৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ১২.৪৪ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১১.৯৭ শতাংশ এবং কেয়া কসমেটিকসের শেয়ার দর ১১.১১ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/পিএস