বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (০৮ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।
শুক্রবার রাতে কমলাপুর রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা একটি লোকাল ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোণায়। শুক্রবার তার মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তিনি ওইদিন বিকেলে ৩টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনে করে রাত ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে। ট্রেন থেকে নেমে ভিকটিম স্টেশনের মাঝামাঝি স্থানে এসে বসেন। এর ঠিক ১০ থেকে ১৫ মিনিট পরে ইমরান নামের এক যুবক এসে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলে। এর একপর্যায়ে যুবক ভিকটিমকে বলেন, এখানে বসে থেকো না তাহলে তোমার সর্বনাশ হতে পারে। তারপর ওই যুবক ভিকটিমকে ১ নম্বর প্লাটফর্মের ২১ নম্বর পিলারের সামনে বসিয়ে বলে ‘কেউ কিছু জিজ্ঞাসা করলে, সে যেন বলে, ইমরান ভাই বসিয়ে রেখেছে।’
এর কিছুক্ষণ পর ইমরান আবারও ভিকটিমকে বলেন, তোমার সর্বনাশ করার জন্য কয়েকজন ছেলে স্টেশনে ঘুরাফেরা করতেছে। এ কথা বলে ভিকটিমকে নিরাপদ স্থানে নেওয়ার কথা বলে ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ ট্রেনের ৭৪৪ নম্বর বগিতে নিয়ে যায় ইমরান। সে গিয়ে ইমরান বগির দরজার বন্ধ করে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে ৪-৫ জন যুবক ট্রেনের জানালা দিয়ে বগির ভেতরে ঢুকে ভিকটিমের মুখ চেপে ধরে প্রায় ৩০ মিনিট ধরে তাকে দলবদ্ধ করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরান নামে একজন পলাতক। বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজনেস আওয়ার/ ০৮ অক্টোবর,২০২২/এএইচএ