বিজনেস আওয়ার প্রতিবেদক : এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষ দুটি ম্যাচে জিততেই হবে তাদের।
শ্রীলঙ্কা চারটি ম্যাচ খেলে হেরেছে মাত্র ১টিতে। সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। জয় ছাড়া কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।
সমান পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তার পরে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট ৬ করে। চার ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়-পরাজয় সমান দুটি করে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট চার। স্বস্তির বিষয় বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। দুই ম্যাচ জিতলেও যদি থাইল্যান্ড তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে। যেকোনো একটি ম্যাচ জিতলে আশা করতে হবে ওদিকে থাইল্যান্ড যেন ভারতের কাছে হারে। এখানেও ভাগ্য নির্ধারণ হতে পারে রানরেটে।
বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২২/কমা