ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গরুকে জাতীয় পশু করার আবেদন খারিজ করেছে ভারতিয় সুপ্রিম কোর্ট

  • পোস্ট হয়েছে : ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 64

আন্তর্জাতিক ডেস্ক: গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেয়ার আবেদন খারিজ করলো দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (১০ অক্টোবর) বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এ আবেদন খারিজ করেন।

বিচারপতি এসকে কৌল এই মামলা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ভারতের জাতীয় পশু ঘোষণা করা কি সুপ্রিম কোর্টের কাজ?’ এদিকে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘গরুকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভারত সরকারের দিক থেকে। গোমূত্র ব্যবহার হয়, গোবর লাগে চাষের কাজে। গরুকে সংরক্ষণ করতে হবে।’

এই আবেদন শুনে বিচারপতি কৌল বলেন, ‘আপনারা এমন আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? ’

তার সাফ প্রশ্ন ‘এটা কি কোর্টের কাজ?’ তিনি আরো প্রশ্ন করতে থাকেন, ‘এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে? ’

উল্লেখ, জনস্বার্থ মামলা তখনই দায়ের করা যায়, যখন মানবাধিকার সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন হয় বা আইন লঙ্ঘন হয়। কিম্বা সাধারণ মানুষের জীবনে এর প্রবল প্রভাব পড়ে। এই মমলায় সেই নিরিখে শীর্ষ আদালতের প্রশ্ন, এই মামলায় ভারতের সাধারণ মানুষের জীবনে কোন কোন প্রভাব পড়েছে?

কোর্ট পরে জানিয়ে দেয় যে এটাই ভালো হবে যে যাতে আবেদনকারী নিজে মামলা তুলে নেন। শেষমেশ কোর্টের আবেদনকারীর আইনজীবীকে এই মামলা তুলে নিতে বলা হয়। আর তা তিনি তুলে নেন। কার্যত মামলাকে সরাসরি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আবেদনকারী আইনজীবী বলেন, ‘এটা সরকারই ঠিক করুক, আমরা কাউকে জোর করছি না।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গরুকে জাতীয় পশু করার আবেদন খারিজ করেছে ভারতিয় সুপ্রিম কোর্ট

পোস্ট হয়েছে : ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেয়ার আবেদন খারিজ করলো দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (১০ অক্টোবর) বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এ আবেদন খারিজ করেন।

বিচারপতি এসকে কৌল এই মামলা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ভারতের জাতীয় পশু ঘোষণা করা কি সুপ্রিম কোর্টের কাজ?’ এদিকে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘গরুকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভারত সরকারের দিক থেকে। গোমূত্র ব্যবহার হয়, গোবর লাগে চাষের কাজে। গরুকে সংরক্ষণ করতে হবে।’

এই আবেদন শুনে বিচারপতি কৌল বলেন, ‘আপনারা এমন আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? ’

তার সাফ প্রশ্ন ‘এটা কি কোর্টের কাজ?’ তিনি আরো প্রশ্ন করতে থাকেন, ‘এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে? ’

উল্লেখ, জনস্বার্থ মামলা তখনই দায়ের করা যায়, যখন মানবাধিকার সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন হয় বা আইন লঙ্ঘন হয়। কিম্বা সাধারণ মানুষের জীবনে এর প্রবল প্রভাব পড়ে। এই মমলায় সেই নিরিখে শীর্ষ আদালতের প্রশ্ন, এই মামলায় ভারতের সাধারণ মানুষের জীবনে কোন কোন প্রভাব পড়েছে?

কোর্ট পরে জানিয়ে দেয় যে এটাই ভালো হবে যে যাতে আবেদনকারী নিজে মামলা তুলে নেন। শেষমেশ কোর্টের আবেদনকারীর আইনজীবীকে এই মামলা তুলে নিতে বলা হয়। আর তা তিনি তুলে নেন। কার্যত মামলাকে সরাসরি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আবেদনকারী আইনজীবী বলেন, ‘এটা সরকারই ঠিক করুক, আমরা কাউকে জোর করছি না।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: