ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাপার নতুন কমিটিতে রাঙ্গা

  • পোস্ট হয়েছে : ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা এবার রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে রওশন ঘোষিত জাপার আসন্ন ২৬ নভেম্বরের সম্মেলনের প্রস্তুতি কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গার অন্তর্ভুক্তিপত্রে সই করেন রওশন এরশাদ।

একই নির্দেশনায় রওশন আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদেরের নির্দেশে রাঙ্গাকে জাপার সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়ার পর জি এম কাদেরকে হুমকি দিয়ে রাঙ্গা বলেছিলেন, আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন।

উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়েছিল।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জাপার নতুন কমিটিতে রাঙ্গা

পোস্ট হয়েছে : ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা এবার রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে রওশন ঘোষিত জাপার আসন্ন ২৬ নভেম্বরের সম্মেলনের প্রস্তুতি কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গার অন্তর্ভুক্তিপত্রে সই করেন রওশন এরশাদ।

একই নির্দেশনায় রওশন আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদেরের নির্দেশে রাঙ্গাকে জাপার সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়ার পর জি এম কাদেরকে হুমকি দিয়ে রাঙ্গা বলেছিলেন, আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন।

উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়েছিল।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: