বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এসময় অশোক সেন ও সাহেদ খান নামের তার দুই সহযোগীও আহত হন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, করেরহাট ইউনিয়নে একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি ভরাট করতে ফেনী নদী থেকে ড্রেজারে বালু উত্তালন করতে গিয়েছিলেন রেজাউল করিম। এসময় ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হকের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাদের ছোঁড়া গুলিতে মেয়রসহ তিনজন আহত হন।
চেয়ারম্যান মজিবুল হকের দাবি, মেয়র রেজাউল তার ইজারা নেওয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে ঝামেলা হয়। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। রেজাউল করিমের কোমরে, অশোক সেনের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি বিদ্ধ হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুহুরী প্রজেক্ট এলাকায় বালি উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। যারা গুলি করেছেন, বালি উত্তোলন নিয়ে তাদের সঙ্গে মেয়রের আগে থেকেই বিরোধ ছিল বলে ধারণা করছি। উন্নত চিকিৎসার জন্য মেয়র রেজাউল করিম খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২২/এএইচএ