ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন

  • পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • 90

বিনোদন ডেস্ক: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর এলাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি চাইলে তা বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ বলেন, ‘আমরা কবীর সুমনের গানের অনুষ্ঠান করার চেষ্টা করছি। শুধু বলছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন। বিস্তারিত জানাতে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে। ’

সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরে ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবীর সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু অনুমতি মেলেনি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘জাদুঘরের মতো কি-পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব। ’

অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবীর সুমনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন আয়োজকরা।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রকাশ হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হলো এ বছর। এ উপলক্ষে বিষয়টি উদযাপন করতেই কবীর সুমনের কিছু ভক্ত তাকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন

পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর এলাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি চাইলে তা বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ বলেন, ‘আমরা কবীর সুমনের গানের অনুষ্ঠান করার চেষ্টা করছি। শুধু বলছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন। বিস্তারিত জানাতে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে। ’

সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরে ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবীর সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু অনুমতি মেলেনি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘জাদুঘরের মতো কি-পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব। ’

অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবীর সুমনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন আয়োজকরা।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রকাশ হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হলো এ বছর। এ উপলক্ষে বিষয়টি উদযাপন করতেই কবীর সুমনের কিছু ভক্ত তাকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: