বিজসেন আওয়ার প্রতিবেদক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজসেন আওয়ার/১৫ অক্টোবর, ২০২২/এএইচএ