বিজনেস আওয়ার প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়ার লক ভেঙে আজিজুল শেখ নামে এক আসামি পালিয়ে গেছে।
রোববার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।
আসামির নাম আজিজুল শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় আসামি আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায় সে। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামি আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। কীভাবে আসামি হাতকড়ার লক ভেঙে পালালো, তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ