বিজনেস আওয়ার প্রতিবেদক : নিজেকে সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক থেকে সদ্য পদত্যাগ করা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুধবার (১২ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
এ সময় আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য অধিদফতরে মাহপরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে আমি লক্ষ করছিলাম, আমাকে নিয়ে অপপ্রচার শুরু হয়েছে। পদ আগলে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেকতাড়িত হয়ে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক থেকে অব্যাহতি নিয়ে স্বেচ্ছায় দৃষ্টান্ত স্থাপন করি।
তিনি বলেন, কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসেবে এ বিষয়ে আমি কি জানি তা শোনার জন্য দুদকের তদন্ত কর্মকর্তারা আজ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা তাদের বিস্তারিত বলেছি।
তিনি আরও বলেন, যেহেতু বিষয়টি দন্তাধীন সুতরাং এ মুহূর্তে তআমার পক্ষে আর কিছুই বলা সম্ভব নয়। আমি এই কথা বলে শেষ করতে চাই, জনস্বাস্থ্য ব্যবস্থাপনার সকল ক্ষেত্রে আমার পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞা আছে। কোভিডের মতো মহাদুযোর্গে যেন লাখ লাখ মানুষের জীবনহানি না ঘটে সে জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি।
ডা. আবুল কালাম আজাদ বলেন, এতকিছু করেও কোভিড থেকে নিজেকেও বাঁচাতে পারেনি। ২০ দিন ভুগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দিনই কাজে যোগ দিয়েছি। কারণ কোভিড এমন একটি মহাদুযোর্গ বিশ্রামের কথা ভাবতে পারেনি।
এর আগে, বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে মাস্ক ও পিপিই কেলেঙ্কারির ঘটনায় অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। দুদকের উচ্চপর্যায়ের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। অপরদিকে বৃহস্পতিবারও (১৩ আগস্ট) জিজ্ঞাসাবাদ করা হবে অধ্যাপক আবুল কালামকে।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২০/এ