ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরিসহ ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সময় সাইফুলের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১ কম্পিউটার ও ১টি প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, সবুজবাগে খাজানা কম্পিউটার অ্যান্ড স্টুডিও নামক দোকানে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও সার্টিফিকেট তৈরি করে সেগুলো বিক্রি করতেন সাইফুল। তথ্যের ভিত্তিতে সেখানে গতকাল রাতে অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ মানুষের সরলতার সুযোগে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড সরবরাহ করতেন।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরিসহ ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সময় সাইফুলের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১ কম্পিউটার ও ১টি প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, সবুজবাগে খাজানা কম্পিউটার অ্যান্ড স্টুডিও নামক দোকানে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও সার্টিফিকেট তৈরি করে সেগুলো বিক্রি করতেন সাইফুল। তথ্যের ভিত্তিতে সেখানে গতকাল রাতে অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ মানুষের সরলতার সুযোগে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড সরবরাহ করতেন।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: