ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো কনটেইনারে মিলল মৃতদেহ

  • পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 88

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাওয়া জাহাজের একটি খালি কনটেইনারে একজনের মৃতদেহ পাওয়া গেছে। দুই দিন আগে মালয়েশিয়ার পুলিশ পেনাং বন্দর থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। তবে বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ সরকার বা জাহাজের মালিকপক্ষকে বিস্তারিত কিছু জানায়নি মালয়েশিয়া কর্তৃপক্ষ।

শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, কনটেইনারটি বিএম কনটেইনার ডিপোতে নেওয়া হয় গত ২২ সেপ্টেম্বর। ১৩ দিনের মাথায় গত ৪ অক্টোবর বিকেল ৪টা ৫৫ মিনিটে সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে খালি কনটেইনারটি বের করা হয়। এরপর বন্দরে নিয়ে নিউমুরিং টার্মিনালের চার নম্বর জেটিতে অপেক্ষমাণ ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ নামের একটি জাহাজে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল থেকে জাহাজটি গত ৬ অক্টোবর ভোরে মালয়েশিয়ার পেনাং বন্দরের উদ্দেশে রওনা হয়। সেখানে ৯ অক্টোবর পৌঁছায়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক সিনোকর শিপিং লাইনসের ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ জাহাজের স্থানীয় প্রতিনিধি গ্লোব লিংক অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, খালি কনটেইনার নামানোর পর গত শনিবার কনটেইনারে মরদেহ শনাক্ত করা হয়। কনটেইনার থেকে দুর্গন্ধ বের হওয়ার পরই বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন মরদেহটি উদ্ধার করে।

ডিপো কর্তৃপক্ষের দাবি, সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে বের করার সময় কনটেইনারটি খুলে যাচাই করা হয়।

গ্লোব লিংক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা এখনো আমাদের প্রিন্সিপালকে (মেইন লাইন অপারেটর–সিনোকর) বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি।’

মালয়েশিয়ার পেনাং বন্দরে নেওয়ার পর এই কনটেইনার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিএম ডিপো স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান বলেন, কনটেইনার বের করার সময় খুলে যাচাই করা হয়েছে। ছবিও তুলে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। বিএম ডিপো থেকে খালি অবস্থায় কনটেইনারটি বন্দরে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, কনটেইনারে লাশ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো কনটেইনারে মিলল মৃতদেহ

পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পণ্য নিয়ে যাওয়া জাহাজের একটি খালি কনটেইনারে একজনের মৃতদেহ পাওয়া গেছে। দুই দিন আগে মালয়েশিয়ার পুলিশ পেনাং বন্দর থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। তবে বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ সরকার বা জাহাজের মালিকপক্ষকে বিস্তারিত কিছু জানায়নি মালয়েশিয়া কর্তৃপক্ষ।

শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, কনটেইনারটি বিএম কনটেইনার ডিপোতে নেওয়া হয় গত ২২ সেপ্টেম্বর। ১৩ দিনের মাথায় গত ৪ অক্টোবর বিকেল ৪টা ৫৫ মিনিটে সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে খালি কনটেইনারটি বের করা হয়। এরপর বন্দরে নিয়ে নিউমুরিং টার্মিনালের চার নম্বর জেটিতে অপেক্ষমাণ ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ নামের একটি জাহাজে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল থেকে জাহাজটি গত ৬ অক্টোবর ভোরে মালয়েশিয়ার পেনাং বন্দরের উদ্দেশে রওনা হয়। সেখানে ৯ অক্টোবর পৌঁছায়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক সিনোকর শিপিং লাইনসের ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ জাহাজের স্থানীয় প্রতিনিধি গ্লোব লিংক অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, খালি কনটেইনার নামানোর পর গত শনিবার কনটেইনারে মরদেহ শনাক্ত করা হয়। কনটেইনার থেকে দুর্গন্ধ বের হওয়ার পরই বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন মরদেহটি উদ্ধার করে।

ডিপো কর্তৃপক্ষের দাবি, সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে বের করার সময় কনটেইনারটি খুলে যাচাই করা হয়।

গ্লোব লিংক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা এখনো আমাদের প্রিন্সিপালকে (মেইন লাইন অপারেটর–সিনোকর) বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি।’

মালয়েশিয়ার পেনাং বন্দরে নেওয়ার পর এই কনটেইনার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিএম ডিপো স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান বলেন, কনটেইনার বের করার সময় খুলে যাচাই করা হয়েছে। ছবিও তুলে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। বিএম ডিপো থেকে খালি অবস্থায় কনটেইনারটি বন্দরে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, কনটেইনারে লাশ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: