অনলাইন ডেস্ক: রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে তার তিন কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ।
ঘোষণার দুই সপ্তাহের পর তিন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ইউক্রেনের ফ্রন্টলাইনের ‘সবচেয়ে কঠিন’ অংশে লড়াইয়ে পাঠালেন। তার তিন কিশোর ছেলেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে যোগ দিতে দেখা গেছে।
সোমবার টেলিগ্রাম চ্যানেলে মারিউপোলে তার ছেলেদের যুদ্ধে যোগদানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন কাদিরভ।
ফুটেজটি চেচনিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল, যেখানে কাদিরভের কন্যা, চেচেন সংস্কৃতিমন্ত্রী আইশাত কাদিরোভাকে স্থানীয় রাশিয়ান নেতাদের সঙ্গে দেখা গেছে।
যদিও কাদিরভ টেলিগ্রামে গর্ব করে বলেছিলেন, তার ছেলে ১৬ বছরের আখমত, ১৫ বছরের এলি এবং ১৪ বছর বয়সি অ্যাডাম অবশেষে ‘গানপাউডারে গন্ধ নিতে’ গেছে। ফুটেজে দেখা গেছে যে, তারা ভারি সশস্ত্র নিরাপত্তা দ্বারা বেষ্টিত।
নিজের ছেলেদের দোনেৎস্ক পিপলস রিপাবলিকে যুদ্ধে পাঠিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির প্রতি আনুগত্য ও সংকল্প আবারও প্রমাণ করলেন চেচেন নেতা কাদিরভ।
সূত্র: দ্য ডেইলি বিস্ট।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ