ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পায়ে হেঁটে বিএনপির সমাবেশস্থলে যাচ্ছে নেতাকর্মীরা

  • পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক: শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে।

সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা থেকে চলাচলকারী সব বাস, মিনিবাস ও লঞ্চ এমনকি খেয়া পারাপারের নৌকা ও ট্রলার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খুলনার সাথে ২১ জেলার যোগাযোগ।

পূর্বঘোষিত গণসমাবেশে যোগ দিতে সকল বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে যাচ্ছে মানুষ।

ফলে খুলনায় আসতে বিএনপির নেতাকর্মীদের বিকল্প চিন্তা করতে হয়, নিতে হয় নানা কৌশল। বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেল, হেঁটেসহ বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতা-কর্মীরা।

এদিকে এভাবে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য খুলনার ওপর নির্ভরশীল আশেপাশের জেলার মানুষ।

নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান বলেন, বাস বন্ধ থাকায় বালুবাহী ট্রলারে করে তারা ২৩০ জন একসঙ্গে এসেছেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, শনিবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে। এই গণসমাবেশে নেতাকর্মীদের আসা ঠেকাতে সরকারের নির্দেশে বাস, লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে।

এর ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে সমাবেশে আসছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পায়ে হেঁটে বিএনপির সমাবেশস্থলে যাচ্ছে নেতাকর্মীরা

পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে।

সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা থেকে চলাচলকারী সব বাস, মিনিবাস ও লঞ্চ এমনকি খেয়া পারাপারের নৌকা ও ট্রলার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খুলনার সাথে ২১ জেলার যোগাযোগ।

পূর্বঘোষিত গণসমাবেশে যোগ দিতে সকল বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে যাচ্ছে মানুষ।

ফলে খুলনায় আসতে বিএনপির নেতাকর্মীদের বিকল্প চিন্তা করতে হয়, নিতে হয় নানা কৌশল। বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেল, হেঁটেসহ বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতা-কর্মীরা।

এদিকে এভাবে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য খুলনার ওপর নির্ভরশীল আশেপাশের জেলার মানুষ।

নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান বলেন, বাস বন্ধ থাকায় বালুবাহী ট্রলারে করে তারা ২৩০ জন একসঙ্গে এসেছেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, শনিবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে। এই গণসমাবেশে নেতাকর্মীদের আসা ঠেকাতে সরকারের নির্দেশে বাস, লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে।

এর ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে সমাবেশে আসছে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: