বিনোদন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না! নগ্ন ফটোশুটের পর এবার গাড়ি। ৩ কোটি ৯০ লাখ টাকার ল্যাম্বরগিনি চালিয়ে মুম্বাই বিমানবন্দরে এসে ট্রলের শিকার হয়েছে রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাস্টন মার্টিন থেকে ল্যাম্বরগিনি পর্যন্ত অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। সম্প্রতি তিন কোটি রুপি মূল্যের একটি ঝাঁঝালো ল্যাম্বরগিনি নিয়ে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেতা। সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই ট্রলের শিকার হচ্ছেন তিনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের একটি চকচকে ল্যাম্বরগিনি বিমানবন্দরে এসে থামল। এরপর কানে গান শোনার হেডফোন লাগানো অবস্থায় বিলাসবহুল ওই গাড়ি থেকে বের হয়ে এলেন বলিউড নায়ক রণবীর সিং।
নেটিজেনরা বলছেন, রণবীরের এতো দামি গাড়িতে কি মিউজিক সিস্টেম নেই? যে তাকে হেডফোন লাগিয়ে গান শুনতে হয়। তবে অনেকেই আবার রণবীরের প্রতি ভালোবাসার বর্ষণও করেছেন।
প্রসঙ্গত, গত জুলাই মাসে একটি ম্যাগাজিনের ফটোশুটে নগ্ন অবস্থায় ধরা দেন রণবীর সিং। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এক পর্যায়ে ওই ফটোশুটের জন্য এক নারী রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।
বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ