ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 51

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে এক নারী পুলিশকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার জন্য আটক ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

জানা গেছে, বুধবার মধ্যরাতে ওই নারী পুলিশ ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে, আহত অবস্থায় তাকে (নারী পুলিশ) ধর্ষণ করে ওই বাংলাদেশি এবং পরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে ওই নারী পুলিশ এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে ওই বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে দ্রুত সময়ের মধ্যেই নাপোলি ডুয়োমো এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বাংলাদেশি অনিবন্ধিত বা অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের দায়ে মামলা করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করল সে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে।

তিনি বলেন, এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। সবার কাছে অনুরোধ দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকুন।

বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেফতার ওই বাংলাদেশির নাম রুবেল মাতবর। তিনি প্রায় ৪-৫ বছর পূর্বে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসেন। এক সময় তার সব ধরনের বৈধ কাগজপত্র ছিল কিন্তু বিগত দিনে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকায় তার কাগজ বাতিল হয়ে যায়। বর্তমানে তিনি দেশটিতে অবৈধভাবে রয়েছেন।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে এক নারী পুলিশকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার জন্য আটক ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

জানা গেছে, বুধবার মধ্যরাতে ওই নারী পুলিশ ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে, আহত অবস্থায় তাকে (নারী পুলিশ) ধর্ষণ করে ওই বাংলাদেশি এবং পরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে ওই নারী পুলিশ এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে ওই বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে দ্রুত সময়ের মধ্যেই নাপোলি ডুয়োমো এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বাংলাদেশি অনিবন্ধিত বা অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের দায়ে মামলা করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করল সে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে।

তিনি বলেন, এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। সবার কাছে অনুরোধ দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকুন।

বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেফতার ওই বাংলাদেশির নাম রুবেল মাতবর। তিনি প্রায় ৪-৫ বছর পূর্বে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসেন। এক সময় তার সব ধরনের বৈধ কাগজপত্র ছিল কিন্তু বিগত দিনে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকায় তার কাগজ বাতিল হয়ে যায়। বর্তমানে তিনি দেশটিতে অবৈধভাবে রয়েছেন।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: