ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

  • পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বাজেট সহায়তা হিসেবে চাওয়া ঋণ নিয়ে আলোচনা করতে ঢাকা আসছে সংস্থাটির একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২১ অক্টোবর) সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বাজেট সহায়তার জন্য ৪.৫ বিলিয়ন ডলারের ঋণের বিষয়ে বাংলাদেশের আবেদন নিয়ে আলোচনা শুরু করতে আইএমএফ’র একটি প্রতিনিধিদল ২৬ অক্টোবর ঢাকায় আসবে।

ওয়াশিংটন ভিত্তিক ঋণদানকারী সংস্থার দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ। প্রতিনিধিদলের দুই সপ্তাহের সফর শেষ হবে ৯ নভেম্বর।

আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক সংস্কার নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া বিভিন্ন নীতি পর্যালোচনা করবে। তাদের উদ্দেশ্য হলো, একটি সম্ভাব্য বর্ধিত ক্রেডিট সুবিধা প্রোগ্রামে স্ট্রাফ লেভেলে চুক্তির দিকে অগ্রগতি করা এবং আগামী সময়ে রিসাইলেন্স অ্যান্ড সাবস্টেইনাবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) অ্যাক্সেস করা।

আরএমএফ’র লক্ষ্য, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা তৈরিতে সহায়তা করার জন্য সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করা। আইএমএফ’র প্রতিনিধিদলটি সফরের সময় অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও আলোচনা করবে।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বাজেট সহায়তা হিসেবে চাওয়া ঋণ নিয়ে আলোচনা করতে ঢাকা আসছে সংস্থাটির একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২১ অক্টোবর) সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বাজেট সহায়তার জন্য ৪.৫ বিলিয়ন ডলারের ঋণের বিষয়ে বাংলাদেশের আবেদন নিয়ে আলোচনা শুরু করতে আইএমএফ’র একটি প্রতিনিধিদল ২৬ অক্টোবর ঢাকায় আসবে।

ওয়াশিংটন ভিত্তিক ঋণদানকারী সংস্থার দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ। প্রতিনিধিদলের দুই সপ্তাহের সফর শেষ হবে ৯ নভেম্বর।

আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক সংস্কার নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া বিভিন্ন নীতি পর্যালোচনা করবে। তাদের উদ্দেশ্য হলো, একটি সম্ভাব্য বর্ধিত ক্রেডিট সুবিধা প্রোগ্রামে স্ট্রাফ লেভেলে চুক্তির দিকে অগ্রগতি করা এবং আগামী সময়ে রিসাইলেন্স অ্যান্ড সাবস্টেইনাবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) অ্যাক্সেস করা।

আরএমএফ’র লক্ষ্য, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা তৈরিতে সহায়তা করার জন্য সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করা। আইএমএফ’র প্রতিনিধিদলটি সফরের সময় অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও আলোচনা করবে।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: