আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রিভা এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫জন।
শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রিভা জেলার ন্যাশনাল হাইওয়ে ৩০-এ এই দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল বাসটি। এসময় সেটি রিভা জেলার ন্যাশনাল হাইওয়ে ৩০-এ একটি ট্রাককে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে বাসটিতে সেসময় ১০০ জনের বেশি যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশের নাগরিক।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সূত্র:হিন্দুস্তান টাইমস
বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস