ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র সরোবর থেকে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • 88

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডিতে রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন মজুমদার নামে চিফ মেরিন ইঞ্জিনিয়ার খুন হয়েছেন। তার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করা হয় তার। পরে তার পরিচয় শনাক্ত হয়।

নিহতের বড় ভাই জানান, শনিবার সন্ধ্যায় বাসা থেকে হাঁটতে বের হন শাহাদাত। এরপর থেকে পরিবার তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। শাহাদত হোসেন বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে আমেরিকা থেকে দেশে আসেন তিনি।

মৃত শাহাদত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল বারী মজুমদারের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রীর নাম আজমির সুলতানা। বর্তমানে ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশ ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরের কাছ থেকে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন কয়েক মাস আগে জাহাজ থেকে বাসায় আসেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি লেকপাড়ে হাঁটাহাঁটি করতেন এবং পরিচিতদের সঙ্গে আড্ডা দিতেন।

উপকমিশনার শহিদুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কি-না পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রবীন্দ্র সরোবর থেকে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডিতে রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন মজুমদার নামে চিফ মেরিন ইঞ্জিনিয়ার খুন হয়েছেন। তার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করা হয় তার। পরে তার পরিচয় শনাক্ত হয়।

নিহতের বড় ভাই জানান, শনিবার সন্ধ্যায় বাসা থেকে হাঁটতে বের হন শাহাদাত। এরপর থেকে পরিবার তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। শাহাদত হোসেন বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে আমেরিকা থেকে দেশে আসেন তিনি।

মৃত শাহাদত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল বারী মজুমদারের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রীর নাম আজমির সুলতানা। বর্তমানে ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশ ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরের কাছ থেকে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন কয়েক মাস আগে জাহাজ থেকে বাসায় আসেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি লেকপাড়ে হাঁটাহাঁটি করতেন এবং পরিচিতদের সঙ্গে আড্ডা দিতেন।

উপকমিশনার শহিদুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কি-না পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: