আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস এ তথ্য জানিয়েছে। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেস শহরের কাছে আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী ম্যানিলায় পর্যন্ত অনুভূত হয়েছে৷
ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে; যা এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্ষতির খবর।
ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেন, ভবনগুলো কাঁপছিল। তাই মানুষ বাইরে ছুটছিল।
স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাইরের সড়কে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে। সূত্র : আলজাজিরা
বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/কমা