বিজনেস আওয়ার প্রতিবেদক: শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং এখানে চীনের ঋণ ফাঁদ বলে প্রমাণ হওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, শ্রীলঙ্কায় চীনের চেয়ে পশ্চিমা ঋণই বেশি। দেশটিতে চীনা ঋণ ১০ শতাংশ। আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই এখানকার অভ্যন্তরীণ ইস্যু শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে সমাধান হোক।
তিনি বলেন, চীনা বাজারে বাংলাদেশি পণ্য প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আগামীতে এ বাণিজ্য সহযোগিতা আরও বাড়বে। অনেক চীনা কোম্পানি এদেশে বিনিয়োগে আগ্রহী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন প্রমুখ।
বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/পিএস