আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবির ঘটনায় সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। বুধবার (২৬ অক্টোবর) এক টুইট বার্তায় এ তথ্য জানায় ভারতীয় কোস্টগার্ড।
ভারতীয় কোস্টগার্ড জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূল থেকে বিচ্ছিন্ন হওয়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী এসব জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: