ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুর পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে শ্রীঘরে যুবক

  • পোস্ট হয়েছে : ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • 104

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষায় বন্ধুর ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়ে শ্রীঘরে গেলেন মো. শাকিল হোসেন (২২) নামে এক যুবক।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিল পাংশা উপজেলার সেজপাড়া গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে। সে পাংশা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পাংশা সরকারি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস বাংলা ভাষা-১ বিষয়ের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ভিন্ন একজন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসেন শাকিল হোসেন।

পরীক্ষার খাতায় কয়েক পৃষ্ঠা লেখেনও তিনি। এরপর কক্ষের দায়িত্বরত শিক্ষক তার খাতায় স্বাক্ষর করতে গিয়ে পরিচয়পত্রের ছবির সঙ্গে তার চেহারার কোনো মিল পান না। পরে কলেজের প্রফেসর হোসনে আরা খাতুনসহ অন্যরা ওই যুবককে আটক করে আমাকে খবর দেন। আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি তার এক বন্ধুর ‘প্রক্সি’ দিতে এসেছেন বলে স্বীকার করেন।

তখন মোবাইল কোর্ট পরিচালনা করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩(খ) ধারা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় পাংশা থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বন্ধুর পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে শ্রীঘরে যুবক

পোস্ট হয়েছে : ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষায় বন্ধুর ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়ে শ্রীঘরে গেলেন মো. শাকিল হোসেন (২২) নামে এক যুবক।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিল পাংশা উপজেলার সেজপাড়া গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে। সে পাংশা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পাংশা সরকারি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস বাংলা ভাষা-১ বিষয়ের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ভিন্ন একজন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসেন শাকিল হোসেন।

পরীক্ষার খাতায় কয়েক পৃষ্ঠা লেখেনও তিনি। এরপর কক্ষের দায়িত্বরত শিক্ষক তার খাতায় স্বাক্ষর করতে গিয়ে পরিচয়পত্রের ছবির সঙ্গে তার চেহারার কোনো মিল পান না। পরে কলেজের প্রফেসর হোসনে আরা খাতুনসহ অন্যরা ওই যুবককে আটক করে আমাকে খবর দেন। আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি তার এক বন্ধুর ‘প্রক্সি’ দিতে এসেছেন বলে স্বীকার করেন।

তখন মোবাইল কোর্ট পরিচালনা করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩(খ) ধারা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় পাংশা থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: