বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা পাগলা বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩–৫৫২১) খালে পড়েছে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে মোল্লাহাট উপজেলার গাওলা পাগলা বাজার নামক স্থানে খুলনা-মাওয়া পুরাতন সড়কের ওই ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রুপসা থেকে বালুবাহী একটি ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজারের বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ভেঙে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ট্রাকের মালিক কওসার ফকির জানান, তার ট্রাকে মাত্র ৭০০ ফুট বালু ছিল। ওই ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে তার ১০ চাকার ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এই ঘটনায় তার ট্রাকের চালক আহত হয়েছেন।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, তিনি ওই স্থানে দ্রুত প্রকৌশলী পাঠাচ্ছেন।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনার প্রক্রিয়া চলছে। রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। ট্রাকটি তোলার পরে, ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ