বিজনেস আওয়ার প্রতিবেদক : নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ দিনের সফরে নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম এ তথ্য জানান।
মো. শাহ আলম বলেন, সিইসি হাবিবুল আউয়াল ও সিইসি একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন ‘ইলেকশন অব হাউজ, অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন। আগামী ১৮ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তারা। ফেরবেন ২২ নভেম্বর।
শাহ আলম আরো বলেন, সফরের সময়কাল এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। সফরে নেপাল সরকারের পক্ষ থেকে হোটেল, খাবার এবং স্থানীয় পরিবহন সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা-নেপাল-ঢাকা বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেবে বলেও জানান তিনি।
বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: