ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

  • পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 74

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সৌরভ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির।

রোববার (৩০ অক্টোবর) সকালের দিকে সোনার মোড় ব্রিজসংলগ্ন আকবার আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন ও অভিযুক্ত মোশারফ হোসেন সম্পর্কে আপন ভাই। তারা মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোশারফ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সৌরভের বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের ফুসফুস বের হয়ে আসে। এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয়।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ‘ঘাতক মোশারফ হোসেন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। পরিবারের সবার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এর আগে বাবাকে মারধর করেন এবং বড় ভাবিকে ধাওয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায় দুই বছর আগে বিদেশে কাজ করতে যাওয়া স্ত্রী নাজমার পাঠানো টাকায় সংসার চালান তিনি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভ্যান রাখাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একটি পর্যায়ে ছোট ভাই মোশারফ হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সৌরভ হোসেনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যা মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সৌরভ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির।

রোববার (৩০ অক্টোবর) সকালের দিকে সোনার মোড় ব্রিজসংলগ্ন আকবার আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন ও অভিযুক্ত মোশারফ হোসেন সম্পর্কে আপন ভাই। তারা মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোশারফ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সৌরভের বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের ফুসফুস বের হয়ে আসে। এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয়।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ‘ঘাতক মোশারফ হোসেন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। পরিবারের সবার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এর আগে বাবাকে মারধর করেন এবং বড় ভাবিকে ধাওয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রায় দুই বছর আগে বিদেশে কাজ করতে যাওয়া স্ত্রী নাজমার পাঠানো টাকায় সংসার চালান তিনি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভ্যান রাখাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একটি পর্যায়ে ছোট ভাই মোশারফ হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সৌরভ হোসেনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যা মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: