বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রবিবার (৩০ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিচে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস), শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস), রেকর্ড ডেট এবং বার্ষিক সাধারণ সভার (এজিএম) তালিখ তুলে ধরা হলো। উল্লেখ্য যেসব কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে সেগুলো () ব্রাকেট দিয়ে আবদ্ধ করে দেয়া হয়েছে।
কোম্পানির নাম | লভ্যাংশ | ইপিএস | রেকর্ড ডেট | এজিএম |
১. একমি পেস্টিসাইডের | ৫ শতাংশ নগদ | ১.৫১ টাকা | ২৩ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
২. লুব-রেফের | ১০ শতাংশ নগদ | ২.১৩ টাকা | ২০ নভেম্বর | ২৭ ডিসেম্বর |
৩. এস্কয়ার নিটের | ১০ শতাংশ নগদ | ২.৩৬ টাকা | ৫ নভেম্বর | ২৫ জানুয়ারি |
৪. আলিফ ইন্ডাস্ট্রিজের | ১২ শতাংশ নগদ | ১.৫৫ টাকা | ২০ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
৫. ড্যাফোডিল কম্পিউটার্সের | ৫ শতাংশ নগদ | ০.৬৭ টাকা | ১৭ নভেম্বর | ২২ ডিসেম্বর |
৬. জিপিএইচ ইস্পাতের | সাড়ে ৫ শতাংশ নগদ এবং সাড়ে ৫ শতাংশ বোনাস | ৩.৪২ টাকা | ২৩ নভেম্বর | ২৮ ডিসেম্বর |
বিজনেস আওয়ার/৩০ অক্টোবর,২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: